চাঁদপুরে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনদুর্ভোগ নিরসনের জন্য স্থানীয় নির্বাচনটা দিতে হবে। স্থানীয় নির্বাচন হলেই জনগণের এ দুর্ভোগটা কাটবে। তারপর অবশ্যই জাতীয় নির্বাচনও দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে জনগণ চায় কিছু মৌলিক সংস্কার হতে হবে। গতকাল বিকালে চাঁদপুরে হাজীগঞ্জ বিশ্বরোডে জেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম বুলবুল। এদিকে, লক্ষ্মীপুরে গণজমায়েতে ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই, যেখানে মানুষ সবাইকে সম্মান করবে, ভালোবাসবে, সে বাংলাদেশ আমাদের দান করো। তিনি বলেন, হে তরুণ যুবকরা তোমরা জেগে ওঠো, যে সমাজে তরুণরা জেগে ওঠে, সে সমাজকে আল্লাহ বদলিয়ে দেন। ’২৪-এর ৫ আগস্টের স্যালুট যুবকরা তোমাদের। তোমাদের জীবনবাজি রেখে লড়াইয়ের কারণে আল্লাহ আমাদের আপাতত মুক্ত করেছেন। এবার চিরমুক্তির জন্য জেগে ওঠো, এবার শপথ নাও- আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়বই গড়ব ইনশাআল্লাহ। চুল পাকা, দাড়ি পাকা জীবন্ত এক যুবক আমিও তোমাদের সঙ্গে সামনের কাতারে থাকব। আমাদের যুবকরা আমাদের স্বপ্ন, আমরা আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দিতে চাই। যুবক সন্তানদের এখন থেকে তৈরি করার আহ্বান জানান জামায়াতের আমির। তিনি গতকাল সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনেই একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে আর কিছুই দিতে পারবে না। ইতোমধ্যে বাংলার জমিনে পরীক্ষা-নিরীক্ষা শেষ, এখন হবে ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ। যারা কোরআনকে সহ্য করতে চান না তাদের আমরা বিনয়ের সঙ্গে বলতে চাই, এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কোরআন বুকে নিয়ে, মরতে চায় কোরআন বুকে নিয়ে, আল্লাহর সামনে দাঁড়াতে চায় কোরআন বুকে নিয়ে, কোরআনকে আমাদের থেকে বিচ্ছিন্ন করা যাবে না। তিনি আরও বলেন, এ দেশে যতগুলো ইসলামী দল আছে সবগুলোর দিকে আপনারা চোখ দিয়ে তাকিয়ে দেখুন, ৫ আগস্ট থেকে ২২ ফেব্রুয়ারি (গতকাল) পর্যন্ত এ সামান্য পরিক্রমায় কোথাও দেখবেন না ইসলামী দলের কোনো লোক এখন জাতির ওপর জুলুম করছে, চাঁদাবাজি করছে, দখলবাজির সঙ্গে জড়িয়ে গেছে, কোথাও দেখবে না। তার একমাত্র কারণ তারা কোরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন। তার কারণ তারা আল্লাহ তায়ালাকে ভয় করেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা জুলুম করতে পারে না, তারা মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে দেখেন। জামায়াতে আমির অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৫ তারিখ আমি স্বেচ্ছায় কারাবরণ করতে চাই। যেদিন আজহার ইসলামের মুক্তি হবে তার পরের দিন আমাকে মুক্তি দেবেন। ১৩টি বছর কারাগারের অন্ধকার রুমে ধুঁকে ধুঁকে তিনি জীবনের সঙ্গে লড়াই করছেন। এ মানুষটি তার পরিবারকে হারিয়েছে, তার ওপর আর জুলুম করবেন না। তাকে এখনই মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। যদি মুক্তি না দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সরাসরি এ দেশের প্রাপ্তবয়স্ক ৩ কোটি মানুষ সমর্থন করে। এই ৩ কোটি মানুষকে জেলে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। গণজমায়েতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
শিরোনাম
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- চিন্ময় দাসের জামিন স্থগিত
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
- কালকিনিতে হাতকড়াসহ পালানো আসামি গ্রেপ্তার
- চট্টগ্রামে দুই বন্ধুর ‘ইয়্যামেজিং’
- ১৪ পুলিশ সুপারকে বদলি
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
জামায়াত আমির
স্থানীয় নির্বাচন হলে জনদুর্ভোগ কমবে
চাঁদপুর ও লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর