পটুয়াখালীর কলাপাড়ায় মুখোশ পরিহিত একদল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ন ও টাকা লুটে নিয়েছে গেছে। মঙ্গলবার গভীর রাতে উপলোর মহিপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মো.তানভির আহাম্মেদ লুনা আকনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এসময় ওই পরিবারের ৩ জনকে পিটিয়ে আহত করে ডাকাত দল। এ ঘটনায় মহিপুর থানায় একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে বলে লুনা আকনের বড় ভাই এএম মিজানুর রহমান বুলেট জানান।
লুনা আকন জানান, ১০ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত একটি ডাকাতদল ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এর পর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে সকলের হাত, পা ও মুখ বেঁধে স্বর্নালংকার ও টাকা লুটে নিয়ে সটকে পরে। তবে ডাকাতদল আনুমানিক ২০ ভরি স্বর্ন ও নগত ২ লক্ষ দুই হাজার টাকা নিয়ে গেছে বলে তিনি জানান।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ওই রাতেই তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন আভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এএম