জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ পাওয়া না গেলেও রাজনৈতিক দলগুলো প্রস্তুতি এগিয়ে রাখছে। তরুণ ভোটারদের মনোযোগ আকর্ষণের মতো কর্মসূচি নিয়েছে বিএনপি। জামায়াত সক্রিয় রয়েছে আসনে আসনে। অভ্যন্তরীণ চ্যালেঞ্জ সামলে এগোনোর চেষ্টা করছে এনসিপি। ভোট কবে এ নিয়ে শঙ্কা থাকলেও সবার ফোকাস সংসদ নির্বাচনেই।
► তরুণ ভোটারদের কাছে টানতে মাঠে বিএনপি
► তৃণমূলে শক্ত অবস্থান তৈরিতে হিমশিম এনসিপি
► জামায়াতের নিবন্ধনে আদালতে চোখ ইসির