জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি বিভাগ করার প্রতিবাদে গতকাল তিন ঘণ্টার (সকাল ১০টা থেকে বেলা ১টা) কর্মবিরতি পালন করেছে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন এনবিআর ঐক্য পরিষদ। এর ফলে সেবা নিতে এসে ফিরে যেতে হয়েছে সেবাপ্রত্যাশীদের।
কর্মকর্তারা জানান, এনবিআর ইউনিটি, কাউন্সিল ও অধ্যাদেশ বাতিলের দাবিতে তাঁরা কর্মসূচি পালন করছেন। এনবিআর সংস্কার কমিটির প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ তাঁদের। ইউনিটির সঙ্গে সংস্কার কমিটির আলোচনাও অধ্যাদেশে প্রতিফলিত হয়নি।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ গঠন করেছে সরকার। সোমবার রাতে এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন কাস্টমস, ভ্যাট ও আয়কর কর্মকর্তারা। এ বিষয়ে কাস্টমমের অতিরিক্ত কমিশনার সাধন কুমার ম ল বলেন, ‘আমরা ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিসের ডেস্কে থাকলেও ১০টা থেকে ১টা পর্যন্ত কলমবিরতিতে থাকব। ১টার পর থেকে ৫টা পর্যন্ত স্বাভাবিক কাজ চালিয়ে যাব।’ এদিকে কর্মবিরতিকালে অনেক সেবাপ্রত্যাশী এসে সেবা না পেয়ে ফিরে যান, আবার অনেকেই অপেক্ষা করেন বিরতির পর সেবাগ্রহণের জন্য। যারা সেবা না পেয়ে ফিরে গেছেন তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে সেবাপ্রত্যাশীদের ফিরে না গিয়ে বেলা ১টা পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ করেন কর্মকর্তা-কর্মচারীরা। শুনানিতে অংশ নিয়ে পূর্বনির্ধারিত সময়সূচি মোতাবেক গতকাল আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এসেছিলেন একজন। তবে কর্মবিরতির কারণে তাঁর শুনানি হয়নি। কর্মকর্তারা তাঁকে বেলা ১টার পর শুনানি করা হবে বলে জানান। কর্মবিরতির কারণে গতকাল এনবিআর ভবন ছিল সুনসান। আন্দোলনকারীদের আশা, অধ্যাদেশ বাতিল করে তাঁদের দাবি মেনে নেবে সরকার।
বেনাপোলে পণ্য খালাস বন্ধ : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করার প্রতিবাদে যশোরের বেনাপোল স্থলবন্দরের কাস্টম হাউসে তিন দিনের কলমবিরতি শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সকালে কাস্টমস হাউসের গেটে এনবিআর ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি শুরু করা হয়। এর ফলে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। কোনো মালামাল খালাস হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে কোনো কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।