স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড় লোক বা প্রভাবশালী হোক না কেন। তাদের কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না।’
এ সময় মাদকের গডফাদারগুলো ধরা না পড়ার জন্য অনেক সংস্থারও দায় রয়েছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। গতকাল বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চাঁদাবাজিসহ নানান বিষয় নিয়ে চিরুনি অভিযান চলছিল, সে বিষয়ে অগ্রগতি নিয়ে উপদেষ্টা বলেন, ‘আমরা গুলশানের চাঁদাবাজদের ধরেছি সেটা বড় করে রিপোর্ট প্রকাশিত হয়েছে। কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক, যত প্রভাবশালীই হোক না কেন।’ সমন্বয়ক পরিচয় দিচ্ছে কেউ কেউ। এ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাউকে ছাড়া দেওয়া হবে না। সে যত বড় পরিচয়ই দিক না কেন, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।’