‘স্মরণে জুলাই গণ অভ্যুত্থান, স্বপ্নে এক নতুন বাংলাদেশ’ স্লোগান ধারণ করে অনুষ্ঠিত হলো ‘জুলাই গণ অভ্যুত্থান-কবিতা কথা’ শীর্ষক আলোচনা ও কবিতার আসর। গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় কবিতা পরিষদ ও জাতীয় জাদুঘরের যৌথ আয়োজনের এ অনুষ্ঠান। সকাল থেকে সন্ধ্যা অবধি এ অনুষ্ঠানে কবিতা, স্মৃতি ও প্রতিবাদের আগুন একসূত্রে গাঁথা হয়। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের কবিতা নিয়ে ছাপা সংকলন ‘দিকচিহ্ন’-এর মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধনী পর্ব শেষে একে একে কবিতা পাঠ করেন কবিরা। অনুষ্ঠানের শুরুতে মিশু দাস ও তাঁর দল জাতীয় সংগীত ও ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ পরিবেশন করেন। উদ্বোধনী বক্তব্যে শহীদ ইমাম হাসান তায়িমের বড় ভাই রবিউল আউয়াল ভূঁইয়া বলেন, ‘জুলাই সনদের নিচে শহীদদের স্বাক্ষর নেই, তাদের রক্ত আছে। শহীদ পরিবারের গলায় ক্ষোভ, হতাশা আর রাষ্ট্রের উদাসীনতার গভীর জবাব রেখে যাই।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজনৈতিক নেতা, কবি ও বুদ্ধিজীবীরা। জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান বলেন, ‘আজ থেকে এক বছর আগে বাংলাদেশের সবচেয়ে প্রতিহিংসাপরায়ণ, অবৈধ, “শেখ হাসিনা পালায় না” এ দম্ভোক্তিকারী হাসিনা চোরের মতো পালিয়ে গেছে। আমি অতীতে এমন স্বৈরশাসক দেখিনি।’ স্বাগত বক্তব্যে জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘যতবার স্বৈরাচারবিরোধী আন্দোলন হবে, যতবার জুলাই বিপ্লব হবে, এ দেশের কবিরা গর্জে উঠবে।’ বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস অনেকটা মিথ্যে দিয়ে লেখা হয়েছে।’ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘গত এক বছরে বৈষম্য বেড়েছে। আমি এর জন্য সরকারকে দায়ী করি। জনগণের এ লড়াই-সংগ্রাম, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র-জনতা প্রথম সারিতে ছিল।’ কবিতাপাঠ করেন দেশের প্রতিশ্রুতিশীল কবিরা।
জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব : মনসুন রেভল্যুশনের স্পিরিট উপজীব্য করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলায় চলছে নয় দিনের ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব ২০২৫’। গতকাল ছিল উৎসবের পঞ্চম দিন। এ দিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় নাটক ‘অ্যানিমেল ফার্ম’। জর্জ অরওয়েলের ‘অ্যানিমেল ফার্ম’ অবলম্বনে নাটকটির প্রযোজনায় ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়।