গাজীপুরের জয়দেবপুরে জঙ্গি আস্তানায় অভিযানের নামে ২০১৬ সালে সাতজনকে হত্যার মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল এই পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। পরোয়ানাভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন টাইব্যুনাল। গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, ‘এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা বা জঙ্গি দমন অভিযান ছিল না। এটি ছিল একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। দেশের বিভিন্ন এলাকা থেকে সাতজন ইসলামি ভাবধারার যুবক ও মাদরাসার ছাত্রকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তুলে নেওয়ার পর গাজীপুরের জয়দেবপুরের ওই বাড়িতে তাদের আটকে রাখা হয়েছিল। পরে জঙ্গি অভিযানের নামে তাদের হত্যা করা হয়। দেশের যেসব এলাকা থেকে নিহতদের বেআইনিভাবে আটক করা হয়েছিল এবং যে এলাকায় অভিযান চালানো হয়েছিল, সেই সব এলাকার পুলিশ কর্মকর্তাদের এ মামলায় আসামি করা হয়েছে বলে জানান প্রসিকিউটর তামীম। ২০১৬ সালের ৮ অক্টোবর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল গাজীপুর পুলিশের সহায়তায় জয়দেবপুরের পাতারটেক এলাকায় একটি দোতলা বাড়ি ঘিরে রাখে। পরে দুপুর ১২টায় ঢাকা মহানগর পুলিশের বিশেষ ইউনিট সোয়াট সেখানে অভিযান শুরু করে। চলে বিকাল ৩টা পর্যন্ত। অভিযানের নাম ছিল ‘অপারেশন স্পেট-এইট’। সে সময় পুলিশ জানিয়েছিল, আত্মসমর্পণের আহ্বানে সাড়া না দিয়ে জঙ্গিরা বাড়ির ভিতর থেকে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সাত জঙ্গির সবাই নিহত হন। অভিযানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহতদের ছবি প্রকাশ করে তাদের পরিচয় শনাক্ত করতে আহ্বান জানিয়েছিল। পরে নিহত সাতজনের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করা হয়। এই তিনজন হলেন- সিরাজগঞ্জের ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাত, সুনামগঞ্জের সাইফুর রহমান বাবুল ও ঢাকার বংশালের ইব্রাহীম বিন আজিম। ফরিদুল ইসলাম আকাশকে সে সময় ‘নব্য জেএমবি’র ঢাকা বিভাগের অপারেশন কমান্ডার হিসেবে চিহ্নিত করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৯ বছর আগে সংঘটিত অভিযানকে ‘সাজানো নাটক’ উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দেন নিহত ইব্রাহীম বিন আজিমের বাবা আজিম উদ্দীন। তার এই অভিযোগের ভিত্তিতে তদন্ত সংস্থা ঘটনার তদন্ত শুরু করে। প্রাথমিক প্রমাণ পাওয়ার পর মামলা দায়ের করা হয়। এই মামলার পাঁচ আসামিকে ধরতেই প্রসিকিউশনের আবেদনে পরোয়ানা জারি করলেন ট্রাইব্যুনাল।
শিরোনাম
- পালিয়েছেন প্রেসিডেন্ট, মাদাগাস্কারে মানুষের উল্লাস
- ‘কিছু দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল’
- অসামাজিক কাজে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
- এবার ভরিতে ৪৬১৮ টাকা বেড়েছে স্বর্ণের দাম
- ট্রাম্পের গাজা পরিকল্পনা অস্পষ্ট: রাশিয়া
- বিদ্যালয়ের কক্ষে প্রধান শিক্ষকের সংসার, মাঠ যেন গো-চারণভূমি
- পেকুয়ায় নৌবাহিনীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
- পঞ্চগড়ে ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির
- ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
- ২০২৫ সালে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় তিন লাখ দক্ষিণ সুদানী: জাতিসংঘ
- ‘জামায়াত মায়া কান্না করে নির্বাচনী বৈতরনী পার হতে চায়’
- বাঞ্ছারামপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
- দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি
- মুক্ত ১৫৪ ফিলিস্তিনিকে মিসরে পাঠাল ইসরায়েল
- পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ৫
- নেতানিয়াহুকে দুর্নীতি থেকে দায়মুক্তির আহ্বান ট্রাম্পের
- বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিরিরবন্দরে পরিচ্ছন্নতা কার্যক্রম
- জাবিতে র্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- চিংড়িতে জেলি পুশ করায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর
প্রকাশ:
০০:০০, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
আপডেট:
০২:২০, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
জঙ্গি নাটক সাজিয়ে সাত জনকে হত্যার অভিযোগ
পরোয়ানা সাবেক আইজিপিসহ পাঁচ জনের বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান, ট্রাম্পের ভাষণ চলাকালে ইসরায়েলের পার্লামেন্টে হট্টগোল
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হামাসের ‘নতুন করে অস্ত্রসজ্জিত’ হওয়ার বিষয়ে মার্কিন অনুমোদন রয়েছে: ট্রাম্প
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম