প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সবাই আমরা এক হয়ে, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। এ বিশ্বাস আমার আছে। গতকাল নির্বাচন কমিশনের (ইসি) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
নিজস্ব ইউটিউব চ্যানেলে তথ্য দেওয়া হবে উল্লেখ করে সিইসি বলেন, দেশবাসীর সম্মুখে নির্ভরযোগ্য, সহজ, সুন্দর ও বিস্তারিতভাবে তথ্য উপস্থাপনের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল। এখানে মূলত থাকবে নির্বাচন কমিশন এবং নির্বাচন সংক্রান্ত বিস্তারিত তথ্য। তিনি বলেন, এতে থাকবে ভোটার রেজিস্ট্রেশনের পদ্ধতি সম্পর্কিত বিষয়। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সময়সূচি, প্রার্থীদের করণীয় এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্পর্কিত বক্তব্য। ভোটার হিসেবে আপনার যে নাগরিক দায়িত্ব, কর্তব্য এবং অধিকার রয়েছে সে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় এ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা পরিবেশন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আমাদের মূল ফোকাস থাকবে নারী, যুব সম্প্রদায়, প্রতিবন্ধী এবং সমাজের পিছিয়ে পড়া জনগণকে আমাদের এই মূলধারার সঙ্গে সম্পৃক্ত করা। যেন তাদের আমরা নির্বাচন সংক্রান্ত বিষয়ে সম্পৃক্ত করতে পারি এবং তারা যেন সচেতনভাবে দেশের গণতন্ত্রায়নে অংশ নিতে পারে। সিইসি বলেন, ইদানীং একটি বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে। সেটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার। মিথ্যা, বানোয়াট, অপতথ্য নিয়ে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার আবেদন থাকবে, যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আপনারা দয়া করে যাচাই করে নেবেন। যদি শেয়ার করেন, আগে যাচাই করে নেবেন। আগে যাচাই করে তারপর আপনারা বিশ্বাস স্থাপন করবেন।