শুক্রবার, ১০ মে, ২০১৯ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

ছবি : ফারহান আহমেদ

সমস্যা

আমার বয়স বিশ। হঠাৎ করেই তৈলাক্ত হয়ে গেছে এবং কিছু ব্রণও উঠেছে। এখন ব্রণ কিছু কমে গেছে। কিন্তু মুখে লাল দাগ হয়ে আছে। কী করলে আমি ব্রণ এবং দাগ থেকে মুক্তি পাব দয়া করে জানাবেন।

নাবিলা তাবাসসুম, চট্টগ্রাম।

সমাধান

ত্বকে তৈলাক্ত ভাব কাটাতে সঠিক পদ্ধতিতে পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে ব্রণ বা ব্ল্যাকহেডস হতে পারে। ফলাফল ত্বকের তৈলাক্ত ভাবের কারণে ব্রণ থেকে মুক্তি মিলবে না। তাই প্রথমে সেবাম কন্ট্রেল ট্রিটমেন্টের মাধ্যমে ত্বকের তৈলাক্ত ভাব কমাতে হবে। বিউটি ক্লিনিকের এক্সপার্টরা এক্ষেত্রে ভালো পরামর্শ দিতে পারবেন। আর ধীরে ধীরে তৈলাক্ত ভাব কমে যাওয়ার পরও যদি ব্রণ হতেই থাকে তাহলে ইন্টারনাল কিছু টেস্ট করিয়ে ব্রণের জন্য উপযুক্ত ট্রিটমেন্ট বা পিলিং করাতে হবে। ব্রণ পুরোপুরি না সারলে স্পট যাবে না। ব্রণ চলে যাওয়ার পর স্পট রিমুভিং ট্রিটমেন্টের সঙ্গে ভিটামিন সেরাম ব্যবহার করলে ভালো উপকার পাবেন। ঘরোয়া টোটকা হিসেবে ডাবের পানি দিয়ে ঘন ঘন মুখ ধুয়ে দেখতে পারেন। এ ছাড়া স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন এবং পুষ্টিকর খাবার খাবেন এবং দক্ষ কসমোলজিস্টের পরামর্শে নিয়মিত ফেসিয়াল করে ত্বককে রাখুন সুস্থ এবং সুন্দর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর