১২ মে, ২০২৩ ২০:৩৬

‘তরুণদের মাধ্যমেই রক্তে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ’

নিজস্ব প্রতিবেদক

‘তরুণদের মাধ্যমেই রক্তে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ’

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল। ফাইল ছবি

‘দেশে রক্তের চাহিদা মেটাতে তরুণদেরই এগিয়ে আসতে হবে। তাদের মাধ্যমেই নিরাপদ রক্তে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ।’ 

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এই প্রত্যাশা ব্যক্ত করেন।

তিনি বলেন, দেশে এখনো অনেকে নিজের রক্তের গ্রুপ জানে না। রক্তের গ্রুপিং জানার ব্যাপারেও মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এর মাধ্যমে নতুন রক্তদাতা এগিয়ে আসবে।

অনুষ্ঠানে তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা দেওয়া হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের উপদেষ্টা বাবু সুকুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান। রক্তদাতা ফাবিহা বাশাশাত রোদোসী এবং নিয়মিত রক্তগ্রহীতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত তানজিনা হোসেন সিনজিনা বক্তব্য দেন।

প্রসঙ্গত, স্বেচ্ছা রক্তদাতাদের উদ্বুদ্ধ করতেই এমন সম্মাননার আয়োজন করে আসছে কোয়ান্টাম।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর