মঙ্গলবার, ৩ মার্চ, ২০১৫ ০০:০০ টা

অতিরিক্ত 'স্মাইলি' ঠিক নয়

আপনি কি মেসেজ টাইপ করার সময় বেশি ইমোজি প্রচলিত কথায় 'স্মাইলি' ব্যবহার করেন? বেশিরভাগ সময় শব্দ প্রয়োগ এড়িয়ে ইমোজি প্রয়োগেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন? তাহলে অন্য অনেকের থেকেই আপনার যৌন খিদে বেশি। এই তথ্য বলছে, সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্ট। ওই রিপোর্ট বলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যেকোনো সোশ্যাল মিডিয়ায় মেসেজ টাইপ করার সময় যারা বেশি করে ইমোজি বা স্মাইলি ব্যবহার করেন, তাদের শরীরী চাহিদা বেশি হয়। কিছু কথা বোঝাতে খুব মুশকিলে পড়তে হয়। অনেক ক্ষেত্রে বহু শব্দ প্রয়োগ করেও ঠিক মনের ভাব প্রকাশ করা যায় না। তখন অনেকেই ইমোজির সাহায্য নিয়ে মনের ভাব খুব সহজ উপায়ে প্রকাশ করে ফেলেন। ইমোজি ব্যবহারের প্রবণতার ওপর সম্প্রতি একটি সমীক্ষা চালান নিউ জার্সির রুটজার্স বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল অ্যানথ্রপোলজিস্ট হেলেন ফিশারের নেতৃত্বে একদল গবেষক। ব্রিটিশ ম্যাগাজিন 'টাইম'-এ তাদের গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

সর্বশেষ খবর