বুধবার, ১৫ জুন, ২০১৬ ০০:০০ টা

আইরিস ৫০৫-এ অ্যান্ড্রয়েড ৪.৪

ইনফোটেক ডেস্ক

আইরিস ৫০৫-এ অ্যান্ড্রয়েড ৪.৪

স্মার্টফোনে ইন্টারনেটের রঙিন জগতে ঘুরে বেড়ানো যাদের স্বপ্ন তাদের জন্য মোবাইল অপারেটর গ্রামীণফোন বাজারে এনেছে স্মার্টফোন লাভা আইরিস ৫০৫। ব্যবহারকারীদের মন্তব্য বিবেচনায় স্মার্টফোনে ক্যামেরা গুরুত্বপূর্ণ একটি ফিচার। এতে রয়েছে দুই মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। অন্যদিকে, স্মার্টফোন আছে আর একবার হলেও সেলফি তোলা হয়নি এমন ব্যবহারকারী পাওয়া খুব কঠিন। তাই সেলফি তোলার জন্য এতে আছে দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা দিয়ে ব্যবহারকারীরা পছন্দের মুহূর্তগুলো সংরক্ষণ করতে পারছেন। এছাড়া পছন্দের ভিডিও, ছবি এবং গেইম খেলার জন্য এই হ্যান্ডসেটটিতে চার ইঞ্চির টিএফটি ডব্লিউভিজিএ স্ক্রিন ব্যবহার করা হয়েছে। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেম। সহজেই গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে সেগুলো অনায়াসে ব্যবহার করা যাবে। এমনকি ফোনটিতে প্রি-লোড করা আছে ওয়াওবক্স, জিপি মিউজিক, মাই কন্ট্যাক্টস, ফেসবুক, ফান স্টোরসহ আরও অনেক লাইফ স্টাইল অ্যাপস ও কয়েকটি রোমাঞ্চকর গেইম যা গ্রাহকদের দিচ্ছে স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার করার দারুণ অভিজ্ঞতা। ডিসপ্লে, প্রসেসর ও র‌্যামের সঙ্গে সংগতি রেখে লাভা আইরিস ৫০৫-তে দেওয়া হয়েছে ১৪০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি যাতে করে দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করা যায়। দেশ এখন থ্রিজি বা তৃতীয় প্রজন্মের নেটওয়ার্ক ব্যবহার করছে। লাভা আইরিস ৫০৫-এ আছে থ্রিজি ও ওয়াইফাই ফিচার। 

সর্বশেষ খবর