রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা
রিভিউ

এবার ক্রিও আর্কিটেকচার

ইনফোটেক ডেস্ক

এবার ক্রিও আর্কিটেকচার

সম্প্রতি অবমুক্ত হওয়া শাওমির বেশকিছু হ্যান্ডসেট গ্রাহকদের বেশ মুগ্ধ করেছে। এর বিভিন্ন সিরিজের হ্যান্ডসেটগুলোর মধ্যে রেডমি ওয়াই৩ মডেলটির অত্যাধুনিক ফিচার এবং সেলফি ক্যামেরা বাজারের অন্যান্য মিড-রেঞ্জ বা মধ্যম সারির ফোনগুলোর মধ্যে অনন্য। এটিতে প্রথমবারের মতো ক্রিও আর্কিটেকচার যুক্ত করা হয়েছে। এদিকে, রেডমি ওয়াই৩-তে রয়েছে ৩২ মেগাপিক্সেল-এর দুর্দান্ত সেলফি ক্যামেরা, যা এখনকার কনটেন্ট ক্রিয়েটরদের মুগ্ধ করবে। ১.৬ মিমি একটি সুপার পিক্সেলের মাধ্যমে এই হ্যান্ডসেটটির ক্যামেরা ধারণ করা ছবি ও ভিডিওগুলো একদম ন্যাচারাল মনে হয়। এটি স্বল্প আলোয় প্রাণবন্ত সেলফি তুলতে সক্ষম, এতে রয়েছে স্ক্রিন ফ্লাশ, যা স্বয়ংক্রিয়ভাবে বা ইচ্ছেমত সক্রিয় করা যেতে পারে। হাই রেজ্যুলেশন সেলফি থেকে ইইআইএস সম্পন্ন ফুল-এইচডি ভিডিওগুলিতে, ৩২ মেগাপিক্সেল ক্যামেরাটি নানা ধরনের কৌশলে ব্যবহার করাও সম্ভব। রেডমি ওয়াই৩-এর অরা ডিজাইন হ্যান্ডসেটটিকে দিয়েছে মনোমুগ্ধকর লুক। এর প্রিজম-লাইক ইফেক্টের মাইক্রো লাইনস এবং এর আকর্ষণীয় রংগুলো বেশ চমক সৃষ্টি করেছে। এতে উদ্ভাবনের প্রায় সবকিছুই রয়েছে। পুরো কাঠামো জুড়ে ইন্ট্রিকেট মাইক্রো লাইন স¤পন্ন রেডমি ওয়াই৩ এমন কিছু নিয়ে এসেছে যা এই সেগমেন্টে আগে কখনও দেখা যায়নি। শুধু তাই নয়, ফোনটিতে রয়েছে রেইনফোর্সড কর্নারস ও পিটুআই ন্যানো-কোটিং এবং ফোনটি সামনের দিকে কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত, যা স্প্ল্যাশ থেকে ফোনটিকে রক্ষা করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর