ভারতের হরিয়ানা প্রদেশের ফতেহাবাদ জেলার ভুনা রোডে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ভুনা রোডে একটি চলন্ত বাসে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হয়েছে।
জানা গেছে, ওই বাসের মধ্যে থাকা একজন ব্যক্তিই কিছু বিস্ফোরক ও রাসায়নিক পদার্থ নিয়ে বাসে উঠেছিলেন। কোন ভাবে ওই পদার্থগুলিতে ধাক্কা লাগে এবং তার ফলেই বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান পুলিশের।
পুলিশ জানিয়েছে, বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিল। আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা চলছে । গত সপ্তাহেই হরিয়ানায় একটি বাসে একই রকম ভাবে একটি বিস্ফোরণ ঘটেছিল। ফলে এ নিয়ে চিন্তায় রয়েছে হরিয়ানার পুলিশ প্রশাসন।
সূত্র: কলকাতা ২৪
বিডি প্রতিদিন/০৭ জুন ২০১৬/হিমেল-০৩