তুরস্কের ইস্তানবুলে পুলিশের গাড়িকে বোমা হামলায় সাত পুলিশ সদস্যসহ ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার ইন্তানবুলের গভর্নর ভ্যাসিপ শাহিনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে, মঙ্গলবার সকালে পুলিশবহনকারী বাসটি ওই স্থান অতিক্রমকালে রিমোর্ট কট্রোল বোমার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।
তবে, এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন এ ঘটনার দায় স্বীকার করেনি।
বিডি-প্রতিদিন/০৭ জুন, ২০১৬/মাহবুব