ইসরায়েলে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা সদর দফতরের কাছাকাছি বন্দুকধারীদের হামলায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। খবর আল-জাজিরার।
পুলিশ জানায়, দেশটির তেল আবিবে স্থানীয় সময় বুধবার রাতে শহরের সেরোনা মার্কেটে এ ঘটনা ঘটে। এতে দু'জন বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত এবং ৫ আহত হয়। আহতদের ইখিলভ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইসরায়েলের পুলিশ দাবি করেছে, হামলাকারীরা ফিলিস্তিনের নাগরিক। তারা একই পরিবারের সদস্য। হেব্রনের দক্ষিণের শহর ইয়াত্তায় থাকেন তারা।
অক্টোবর ২০১৫ সালের পর থেকে দখলকারী ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বেড়েই চলেছে। ফিলিস্তিনের তথ্য অনুযায়ী ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত ২০৯ জন ফিলিস্তিনের নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলের মতে, ফিলিস্তিনিদের হামলায় ৩০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৬/মাহবুব