ভারত-চিন সীমান্তে দুই দেশের সৈন্যদের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অরুণাচল প্রদেশের বিভিন্ন পয়েন্টে এ ঘটনা ঘটে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর অনুযায়ী দেশটির ভূখন্ডে ঢুকে পড়েছিল চিনা জওয়ানরা। বাধা দেওয়ায় তারা ভারতীয় ফৌজের সঙ্গে রীতিমতো বিবাদে জড়িয়ে পড়ে।
জানা গেছে, পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র ২৭৬ জন জওয়ান ভারতীয় ভূখন্ডে বলপূর্বক প্রবেশ করার চেষ্টা করলে রুখে দাঁড়ায় প্রহরারত ভারতীয় জওয়ানরা। তখনই দু'পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশে ভারত-চিন সীমান্ত লাগোয়া লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)-র ইয়াংসি অঞ্চলে।
চিনা সেনার দাবি, ওই অঞ্চলটি তাদের। এরপরই সেখানে প্রহরারত ভারতীয় জওয়ানরা চিনা সেনার আগ্রাসনকে রুখে দেয়।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় ভারতীয় বাহিনীর আরও সদস্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে খবর, প্রায় ২১৫ জন চিনা সেনা জওয়ান শকর তিকরি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। একইসঙ্গে, থাং লা, মেরা গ্যাপ এবং ইয়াকি-ল দিয়েও ২০ জন করে চিনা সেনা জওয়ান ভারতীয় ভূখন্ডে প্রবেশ করার চেষ্টা চালায়। কিন্তু, ভারতীয় জওয়ানরা প্রতিরোধ গড়ে তোলায় সেটা ব্যর্থ হয়।
এদিকে, ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করেছে বেইজিং। চিনা বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র লু ক্যাং জানান, যেহেতু অনেক স্থানে ভারত-চিন সীমান্ত নির্দিষ্ট করা নেই, তাই এ ধরনের ঘটনা ঘটতেই পারে। সূত্র: ভয়েস অব আমেরিকা
বিডি-প্রতিদিন/ এস আহমেদ