ব্রিটেনের পদাঙ্ক অনুসরণ করে এবার ফ্রান্সে গণভোট আয়োজনের আহ্বান জানিয়েছে দেশটির ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট এফএন। ইউরোপীয় ইউনিয়ন ক্রমেই 'অগণতান্ত্রিক ও নিষ্ঠুর' হয়ে উঠছে জানিয়ে এফএন'র অফিসিয়াল টুইটার একাউন্টে আজ এক বার্তায় এ আহ্বান জানান দলটির প্রধান মারিন লে পাঁ। অবশ্য এফএন দীর্ঘদিন ধরেই ইইউ থেকে ফ্রান্সের বেরিয়ে আসার পক্ষে দাবি জানিয়ে আসছে। গণভোটের মাধ্যমে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের প্রেক্ষিতে এ দাবি এখন অারো জোরালো হবে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের
টুইটার বার্তায় লে পাঁ বলেন, 'স্বাধীনতার জয়। আমাদের এখন ফ্রান্স এবং ইইউর অন্যান্য দেশেও একই ধরনের গণভোটের আয়োজন করা দরকার।'
লে পাঁর ডেপুটি ফ্লোরিয়ান ফিলিপও ব্রিটেনের গণভোটের ফলাফলে নিজের উচ্ছ্বাস ব্যক্ত করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেন, 'সর্বদা শেষ সময়ে এসে জনগণের স্বাধীনতার জয় হয়। এবার [ফ্রান্স] আমাদের পালা।'
আগামী বছর ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ন্যাশনাল ফ্রন্ট দলের প্রধান লে পাঁ সম্ভাব্য শীর্ষ প্রার্থীদের একজন। গত মাসে তিনি জানিয়েছেন যে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তার দল সার্বভৌমত্ব ও একক মুদ্রাসহ বিভিন্ন ইস্যুতে ব্রাসেলসের সঙ্গে সমঝোতা প্রক্রিয়া শুরু করবে। তা ব্যর্থ হলে তিনি ইইউ থেকে ফ্রান্সের বেরিয়ে আসার লক্ষ্যে গণভোট আয়োজনের চেষ্টা করবেন।
বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৬/শরীফ