ঐতিহাসিক গণভোটের মাধ্যমে ২৮টি দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসাকে 'চমৎকার ব্যাপার' বলে বেফাঁস মন্তব্য করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প স্কটল্যান্ডের সাউথ আয়ারশায়ারে নিজের নামে গড়া ট্রাম্প টার্নবেরি গলফ রিসোর্টে বিমান থেকে অবতরণের সময় আজ এ মন্তব্য করেন। মার্কিন এই ব্যবসায়ী মুগল বর্তমানে ব্যবসায়িক সফরে সেখানে অবস্থান করছেন। খবর দ্য গার্ডিয়ানের
ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে গতকাল ২৩ জুন ব্রিটেনে গণভোট অনুষ্ঠিত হয়। আজ এর ফলাফল ঘোষিত হয়। ফলাফলে ৫১.৯ শতাংশ ব্রিটিশ দেশটির ইইউ ত্যাগের পক্ষে ভোট দেয়। আর ৪৮.১ শতাংশ ভোটার ইইউতে থাকার পক্ষে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭১.৮ শতাংশ।
গণভোটে লিভ ক্যাম্পের জয়লাভের প্রেক্ষিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তবে আগামী অক্টোবরে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে থাকবেন বলে অাজ ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে জানান।
বিডি-প্রতিদিন/২৪ জুন ২০১৬/শরীফ