গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়া ব্রিটেনকে ছাড়া এবার সভা আহ্বান করেছে ইইউ।
শুক্রবার সকালে ভোট গণনার ফলাফলের পর পরই ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক সংবাদমাধ্যমে ব্রিটেনকে ছাড়া সভা আয়োজনের কথা জানান। তিনি বলেছেন, এই সভার বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল। শুধু আনুষ্ঠানিক ঘোষণা এবার এলো মাত্র। আগামী সপ্তাহখানেকের মধ্যেই এই সভা হবে।
ডোনাল্ড টাস্ক বলেন, এই সংগঠনের ঐক্য এখন ধরে রাখার কোনো বিকল্প নেই। সে জন্য সবার সমান অংশগ্রহণ দরকার।
এছাড়া ইংল্যান্ড যে এই জোট থেকে বেরিয়ে অাসছে তা তিনি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন বলেও ইঙ্গিত দেন। বলেন, আমাদের আগে থেকে প্রস্তুতি ছিল, ভেবে রেখেছিলাম কী হতে পারে। ফলাফলে আমরা আরও পরিষ্কার ধারণা পেলাম।
বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ কার্যালয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক আরও বলেন, এখন এই বিষয়ে কোনো অস্বচ্ছতা রইলো না। পরবর্তী ভূমিকা আমাদের সবাই মিলেই রাখতে হবে।
বিডি-প্রতিদিন/ ২৪ জুন ১৬/ সালাহ উদ্দীন