মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে হিজড়াদের নিয়োগ দিতে যে নিষেধাজ্ঞা ছিল, তা আগামী মাস থেকে উঠিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে পেন্টাগন। খবর বিবিসির।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাস কার্টার জানিয়েছেন, এই নীতিমালাগুলো বেশ পুরনো এবং সেনাবাহিনীর জন্য ক্ষতিকারক।
মার্কিন সেনা সচিব এরিক ফ্যানিং বিষয়টিকে প্রাতিষ্ঠানিকভাবে উত্থাপনের পর এমন সিদ্ধান্তে আসে পেন্টাগন। এরিক মার্কিন সেনাবাহিনীর প্রথম স্বঘোষিত সমকামী কর্মকর্তা যিনি সেনাবাহিনীর বেসামরিক বিষয়টি দেখভাল করেন।
২০১১ সালে মার্কিন সেনাবাহিনীতে সমকামীদের প্রবেশের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর এবার হিজড়াদের নিয়োগে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে পেন্টাগন। নতুন এই নীতিমালা প্রণয়ন করা হলে মার্কিন সেনাবাহিনীতে হিজড়াদের জন্য নিয়োগ, বাসস্থান এবং ইউনিফর্মের বিষয়টিও নতুনভাবে সাজাতে হবে।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৬/মাহবুব