জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলায় পুলিশের গাড়িবহরে সন্ত্রাসী হামলায় অন্তত আট পুলিশ সদস্য নিহত হয়েছে। ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) গাড়িবহরে ওই হামলায় আহত হয়েছে আরো কমপক্ষে ২০ জন।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের পাল্টা গুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া ওই এলাকায় আরো দুই হামলাকারী আত্মগোপনে রয়েছে এবং তাদের শনাক্ত করতে যৌথ অভিযান শুরু হয়েছে।
সিআরপিএফ কর্মকর্তারা লাথপোরায় ফায়ারিং অনুশীলন শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন। শ্রীনগরের কাছে একটি মহাসড়ক অতিক্রমের সময় পুলিশের ছয়টি গাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ জুন ১৬/ সালাহ উদ্দীন