গণভোটে প্রায় ৫২ শতাংশ ভোট পড়ার খবর নিশ্চিত হওয়ার পর শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ডাউনিং স্টিটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন ডেভিড ক্যামেরন। এসময় তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। তখন থেকেই মানসিকভাবে ভেঙ্গে পড়তে দেখা গেছে তাকে।
সংবাদ সম্মেলনে ডেভিড ক্যামেরন ছিলেন আবেগতাড়িত। এসময় তাকে কান্না চেপে ধরে কথা বলতে দেখা গেছে। এমনকি পুরো ভাষণও শেষ করতে পারেননি তিনি। এরপর স্ত্রীর কোমরে হাত রেখে বিখ্যাত কালো দরজা দিয়ে বাসভবনে প্রবেশ করেন ক্যামেরন। বন্ধ করে দেয়া হয় দরজা। তখন তিনি আর আবেগ ধরে রাখতে পারেননি। বাসভবনে ঢুকতেই হাউমাউ করে কান্না শুরু করেন ক্যামেরন।
শুক্রবার ডাউনি স্ট্রিটে উপস্থিত এমন একজন কর্মকর্তা ডেইলি মেইলকে বলেন, 'সেটা ছিল অত্যন্ত আবেগময়ী (দৃশ্য)। নারী ও পুরুষ সবাই এমনকি সরকারি কর্মকর্তাও কাঁদছিলেন তখন। তারপরই ক্যামেরুন কাঁদতে শুরু করেন। এর মাধ্যমে দৃশ্যত ডাউনিং স্ট্রিটের কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর অবস্থার অবসান ঘটে।'
বিডি প্রতিদিন/২৬ জুন ২০১৬/হিমেল-২০