মন্দিরের পর এবার শিখ ধর্মের পবিত্র ধর্মস্থান গুরুদুয়ারেও ইফতার পার্টির আয়োজন করা হল। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে গতকাল শনিবার উত্তরপ্রদেশের ফৈজাবাদের গুরুদুয়ার গুরু নানক দুখ নিবারণ সাহিবের পক্ষ থেকে এই ইফতার পার্টি দেওয়া হয়েছিল। ফৈজাবাদ শহরের সবচেয়ে বড় গুরুদুয়ার, যার সদস্যসংখ্যা প্রায় আড়াই লাখ। সন্ধ্যার ইফতারে মুসলিমদের পাশাপাশি হিন্দু, শিখসহ সব ধর্মের মানুষরা অংশ নিয়েছিলেন। ইফতার শেষে সেখানে বিভিন্ন ধর্মের নেতারা তাদের নিজেদের মধ্যে অখণ্ডতা ও ঐক্যের সপক্ষে মত বিনিময় করেন।
এদিকে দিল্লিস্থ পাকিস্তান হাইকমিশনেও বিশেষ ইফতারের আয়োজন করা হয়েছিল। ইফতারের শুরুতে একটি নামাজও আদায় করা হয়। ইফতারের মেনুতে ছিল ফলের জুস, আম, খেজুরসহ মৌসুমি ফলের পাশাপাশি ছিল বিরিয়ানি।
বিডি-প্রতিদিন/ ২৬ জুন, ২০১৬/ আফরোজ