তুরস্কের ইস্তানবুলে আতাতুর্ক বিমানবন্দরে দুর্বৃত্তদের গুলি ও আত্মঘাতী বোমা হামলায় ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন। খবর বিবিসি ও আল-জাজিরার।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরে এই হামলা হয়। তিনজন বন্দুকধারী বিমানবন্দরের ভেতরে ঢুকে প্রথমে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পরে পুলিশ গুলি চালালে তারা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়।
এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে তুরস্কের প্রধানমন্ত্রী বিনআলি ইয়ালদিরিন এই হামলার জন্য জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট তথা আইএসকে দায়ী করেছেন।
অন্যদিকে, রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, আন্তর্জাতি সন্ত্রাসবিরোধী লড়াইয়ের সন্ধিক্ষণে এই হামলা হলো। ইস্তানবুলের মতো পৃথিবীর কোনও বিমানবন্দরে বা শহরে এ ধরনের হামলা হতে পারে।
হামলার পর বিমান চলাচল বন্ধ থাকলেও স্থানীয় সময় ৩টার দিকে আবার বিমান চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৬/মাহবুব