আজ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে তুরস্ক। মুসলিম প্রধান এই দেশটিতে গতকাল রমজানের রোযা শেষে হয়েছে। আর নিয়ম অনুযায়ী আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করছেন তারা।
গত মাসের ৬ তারিখ থেকে পবিত্র রমজানের রোযা রাখা শুরু করেন তুরস্কের ধর্মপ্রাণ মুসল্লিরা। গতকাল মুসল্লিরা শেষ ইফতার করেছেন। আর আজ সবার ঘরে ঘরে ঈদের আনন্দ।
এবছর দেশটিতে ঈদ উপলক্ষে নয় দিনের ছুটি ঘোষণা করেছে সেদেশের সরকার। জুলাইর ২ তারিখ থেকে ছুটি শুরু হয়েছে। তবে আনুষ্ঠানিক ছুটি থাকছে আজ থেকে ৭ জুলাই পর্যন্ত। কিন্তু প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ৮ তারিখকেও সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন।
এদিকে আজ সকালে ঈদের নামায আদায় করেছেন দেশটির ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে এবার এখনো শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ সংযুক্ত আরব আমিরাতের দেশগুলোতে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়নি। ওই দেশগুলোতে আজ পবিত্র রমজান মাসের শেষ দিন অর্থাৎ শেষ ইফতার করবেন মুসল্লিরা। আর ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার। এদিকে বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।
বিডি প্রতিদিন/৫ জুলাই ২০১৬/হিমেল-০৬