ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত ইতালির নাগরিকদের ময়না তদন্ত করা হবে ইতালিতে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।
রয়টার্সের খবরে, নিহতদের মৃতদেহ মঙ্গলবার রোমে পৌঁছেছে। মৃতদেহ বহনকারী একটি সামরিক বিমান সেখানকার মার্টি স্পর্শ করামাত্রই সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। উপস্থিত স্বজন ও সাধারণ মানুষ এ সময় কান্নায় ভেঙে পড়েন।
এদিকে ঢাকায় হামলার খবর জানতে পেরেই লাতিন আমেরিকা সফর সংক্ষিপ্ত করেন ইতালির প্রধানমন্ত্রী সার্জিও মা তাত্তারেলা। এদিন তিনিও রোমে বিমানবন্দরে মৃতদেহ গ্রহণ করার অপেক্ষায় ছিলেন।
বিডি প্রতিদিন/৬ জুলাই ২০১৬/হিমেল-০৮