প্যারিস হামলার আট মাস পর আক্রান্ত হলো ফ্রান্সে নিস। প্যারিস হামলার সময় কোরআন শরীফ হাতে সুইসাইড ভেস্ট পড়া এক শিখ তরুণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্যারিস হামলার সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয় ওই তরুণকে। এমনকি আইএস সমর্থক হিসেবে পরিচয় দেওয়া কয়েকটি ফেসবুক গ্রুপ সেই ছবিটি শেয়ার করে প্যারিস হামলার দায়ও স্বীকার করে। কিন্তু পরে জানা যায়, সেই ছবিটি ভুয়া। বীরেন্দর জুব্বাল নামে ওই তরুণের সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনও যোগই নেই। নিজের আইপ্যাড হাতে একটি সেলফি তুলেছিলেন তিনি। সেই আইপ্যাডই ফটোশপের কারিকুরিতে বদলে গেছে কোরআনে।
আট মাস পর নিস হামলার সময়েও সেই ছবিটি আবার ছড়িয়ে পড়েছে। এবারও সেই শিখ তরুণকে জঙ্গি বানিয়ে নিস হামলার পিছনে তার সন্ত্রাস যোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। জি২৪।
বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই, ২০১৬/ আফরোজ