তুরস্কে সেনা অভ্যুত্থানের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির বিরোধী দল। তুর্কিস ন্যাশনালিস্ট পার্টির প্রধান ডেভলেট বাসেলি দেশটির প্রধানমন্ত্রী বাইনালি ইলদিরিমকে ফোন করে তিনি এ কথা জানান।
তুর্কি সরকারি সংবাদ সংস্থা আনাদোলু জানায়, ডেভলেট বাসেলি বলেছেন, অভ্যুত্থানের প্রচেষ্টা সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে অভ্যুত্থান ব্যর্থ করে দেওয়া জনগণের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করেন।
এদিকে শনিবার বেসরকারি টিভি চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা কেমাল কিলিকদারোগলু বলেন, প্রত্যেক অভ্যুত্থান প্রচেষ্টার বিরুদ্ধে জনগণের একটি সম্মিলিত প্রতিক্রিয়া থাকা উচিত।
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের আহ্বানে সাড়া দিয়ে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সমর্থকেরা রাস্তায় নেমে আসলেই সেনাবাহিনীর অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবসিত হয়।
বিডি-প্রতিদিন/১৬ জুলাই, ২০১৬/মাহবুব