আসছে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে করা এক জরিপে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পেছনে ফেলেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের করা এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে। এর ফলে মে মাসের প্রথমদিকের পর থেকে এই প্রথমবারের মতো জরিপে হিলারিকে পেছনে ফেললেন নিউইয়র্কের আলোচিত এই ব্যবসায়ী। খবর রয়টার্সের।
আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে গত সপ্তাহে ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে ট্রাম্পকে মনোনয়ন দেয় দলটি। অন্যদিকে, মঙ্গলবার ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে হিলারিকে মনোনীত করে দলটি।
মঙ্গলবার প্রকাশিত ২২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত করা জরিপটির ফলাফলে দেখা যায় ট্রাম্পের পক্ষে সমর্থন জানিয়েছেন ৩৯ শতাংশ সম্ভাব্য ভোটার; অপরদিকে হিলারির পক্ষে সমর্থন জানিয়েছেন ৩৭ শতাংশ সম্ভাব্য ভোটার। জরিপে ২৪ শতাংশ সম্ভাব্য ভোটার দু'জনের কাউকে সমর্থন না করার কথা জানিয়েছেন।
এর আগে, হিলারি গত শুক্রবারের জরিপে ট্রাম্পের চেয়ে তিন শতাংশ এগিয়ে ছিলেন। এছাড়া আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জরিপে বেশিরভাগ সময়ই হিলারি প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে ছিলেন।
বিডি-প্রতিদিন/২৭ জুলাই, ২০১৬/মাহবুব