যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট দলীয় প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র গ্রহণ করলেন হিলারি ক্লিনটন। বৃহস্পতিবার রাতে ( মার্কিন স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে অানুষ্ঠানিকভাবে হিলারিকে মনোনয়ন দেওয়া হয়।
মনোনয়ন গ্রহণের আগে এই সম্মেলনে প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঐতিহাসিক ভাষণ দেন হিলারি। তিনি বলেন, আমরা আমেরিকান। আমরা সবাই মিলে একটি শক্তি। আমাদের সকল সমস্যা আমরা সবাই মিলে সমাধান করবো। সবাই মিলে আমরা আমেরিকাকে গড়বো। আমেরিকা কখনো এমন কোনও দেশ হবে না যেখানে এক শতাংশ মানুষের হাতে ক্ষমতা থাকবে। আমরা কোন ধর্মকেই নিষিদ্ধ করবো না। আমরা সকল আমেরিকান একসঙ্গে কাজ করবো।
মঞ্চে উঠেই তার চিরচেনা হাসি ছড়িয়ে দিয়ে হিলারি ক্লিনটন বললেন, আপনাদের ধন্যবাদ। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এ সময় হিলারি....হিলারি.... ধ্বনিতে মুখরিত হয়ে পড়ে পুরো এলাকা।
এরপর একে একে শুরু হয় ধন্যবাদের পালা। মেয়ে চেলসিকে ধন্যবাদ জানিয়ে বলেন নাতনী শার্লির কথা। এরপর স্বামী বিল ক্লিনটন, প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও বার্নি স্যান্ডার্সকে ধন্যবাদ জানান।
সবশেষে গোটা আমেরিকানকে। তাদের প্রতি আহ্বান জানান, আসুন আমরা বেরিয়ে পড়ি আর তাই ঘটতে দেই যা আমরা ঘটাতে চাই।
ঐতিহাসিক ভাষণে দলীয় মনোনয়ন লাভের পথে শক্ত প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে ধন্যবাদ দেন হিলারি ক্লিনটন।
হিলারি বলেন, বার্নি আপনার প্রচারণা কোটি কোটি আমেরিকান বিশেষ করে তরুণ মার্কিনীদের উদ্দীপ্ত করেছে। আপনি আপনার প্রচারণায় অর্থনীতি ও সামাজিক ন্যায়বিচারকে সামনে এনেছেন, যা তারা ধারণ করে।
এ সময় বার্নি স্যান্ডার্সের প্রচারণার ইস্যুগুলোকে গুরুত্ব দেয়ার অঙ্গীকার করে হিলারি স্যান্ডার্সের সমর্থকদের উদ্দেশে বলেন, স্যান্ডার্সের উদ্দেশ্য আমাদেরও উদ্দেশ্য।
বিডি-প্রতিদিন/এস আহমেদ