মারিয়ানা দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৭। তাৎক্ষণিক এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় মধ্যরাত ৩টা ১৮ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মারিয়ানার আগ্রিহান এলাকা থেকে ৩১ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে ২১২.৪ কিলোমিটার গভীরে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ