এবার ধর্ষণ মামলায় জড়িয়ে পড়লেন ভারতের উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা হরক সিং রাওয়াত। ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ রাওতের বিরুদ্ধে FIR নিয়েছে। নিগৃহীতার বক্তব্যও রেকর্ড করা হয়েছে।
দিল্লির সফদরজং থানায় লিখিত অভিযোগে ৩২ বছরের ঐ নারী জানান, চাকরির সন্ধানেই অসম থেকে দিল্লিতে যান তিনি। চাকরির টোপ দিয়ে শুক্রবার ফোনে তাকে গ্রিন পার্কের বাড়িতে ডেকেছিলেন হরক সিং রাওয়াত। সেখানেই তাকে রেপ করেন উত্তরাখণ্ডের এই বিজেপি নেতা।
রাওয়াতের বিরুদ্ধে অবশ্য এ ধরনের অভিযোগ নতুন নয়। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে নয়াদিল্লিরই এক তরুণী রাওয়াতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। সেই মামলা এখনও আদালতে ঝুলে রয়েছে।
রাওয়াত এখন বিজেপি করলেও, আগে ছিলেন কংগ্রেস বিধায়ক। উত্তরাখণ্ডের হরিশ রাওয়াত সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করায় অসংসদীয় আচরণের অভিযোগে তাকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয়। ২০১৬ সালের মার্চে কংগ্রেস মন্ত্রিসভা থেকে বহিষ্কৃত হয়ে তিনি বিজেপিতে যোগ দেন।
সূত্র: এই সময়
বিডি প্রতিদিন/৩১ জুলাই ২০১৬/হিমেল-০৯