পাকিস্তানের একটি পার্বত্য অঞ্চলের রাস্তায় বরযাত্রীবাহী একটি গাড়ি বন্যার পানির স্রোতের তোড়ে গিরিখাতে পড়ে ২৬ জন প্রাণ হারিয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
উপজাতীয় খাইবার পখতুনখাওয়া স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র লতিফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবারের এই দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৮ শিশু ও ৬ নারী।
উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, খাইবারের একটি দুর্গম গ্রামে একটি মালবাহী ট্রাকে করে ২৯ বরযাত্রী বিয়ে বাড়িতে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। এটা পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি উপজাতীয় এলাকা। এই ঘটনায় ৪ জন এখনও নিখোঁজ আছেন।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৬/মাহবুব