আমেরিকাকে চাপে রাখতে দক্ষিণ চীন সাগরে যৌথ নৌমহড়া চালিয়েছে চীন ও রাশিয়া। সম্প্রতি ৮দিনের মহড়ায় অংশ নিয়েছিল দুদেশের একাধিক যুদ্ধজাহাজ।
যদিও এই মহড়াকে নিয়মমাফিক বলেই বর্ণনা করেছে রুশ ও চীন সরকার। তারা জানিয়েছে, সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে এ মহড়া চালানো হচ্ছে এবং মহড়াটি অন্য কোনো দেশকে উদ্দেশ্য করে চালানো হচ্ছে না।
দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে আন্তর্জাতিক হেগ আদালত চীনের বিপক্ষে রায় দেওয়ার পর এলাকাটিতে চরম উত্তেজনার মধ্যে এ মহড়া দেয়া হয়।
চীন হেগ আদালতের রায় প্রত্যাখ্যান করেছে এবং মামলায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।
রাশিয়ার সঙ্গে মহড়া সম্পর্কে চীনের প্রতিরক্ষামন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইয়ুজুন নিয়মিত মাসিক সংবাদ সম্মেলনে বলেছেন, এটি দুই শসস্ত্র বাহিনীর মধ্যে নিয়মিত মহড়া। চীন-রাশিয়া কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব জোরদার এবং উন্নত করাই এর লক্ষ্য।
তৃতীয় কোনো দেশকে উদ্দেশ্য করে এ মহড়া চালানো হচ্ছে না।
সূত্র : জিটুয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ১৯ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম