সৌদি আরবে গত বছর যেসব চুরির ঘটনা ঘটেছে তার ৫০ ভাগের জন্য নারীই দায়ী। দেশটির সমাজ বিশ্লেষক ও মনস্তত্ত্ববিদরা এর জন্য ক্রমবর্ধমান বেকারত্ব, দারিদ্র্য, নিম্ন আয় ও কাঠামোগত সামাজিক পরিবর্তনকে দায়ী করেছেন।
অপরাধতত্ত্ববিদ ও সমাজবিজ্ঞানী মোহাম্মদ আল-ফারহিদ বলেন, সাম্প্রতিক সময়ে সারা বিশ্বেই অপরাধমূলক কর্মকাণ্ডে নারীর সম্পৃক্ততার হার বাড়ছে। তবে এসব অপরাধ খুন, কিংবা মাদক পাচারের মতো গুরুতর নয়। বিশেষ করে অর্থ সংশ্লিষ্ট বিষয়ক অপরাধে নারীর সম্পৃক্ততার হার বেশি। সামাজিকভাবে প্রতিযোগিতা, আর্থিক ও আবেগীয় স্থিরতার অভাব, অপর্যাপ্ত আয়, পরিবার বা স্বামীর নির্যাতনের মতো বিষয়গুলো এর জন্য দায়ী। মূলত সামাজিকভাবে বৈষম্যের শিকার হওয়ার কারণেই নারীরা চুরি কিংবা প্রতারণামূলক কর্মকাণ্ডের আশ্রয় নেয়।
মনস্তত্ত্ববিদ আব্দুলাজিজ আল-নাহিদ বলেন, পুরুষরা যেসব কারণে চুরি করে নারীর ক্ষেত্রে তা ভিন্ন। নারী অর্থের লোভে চুরি করে না। অর্থের অভাবে পড়ে তারা বিলাসবহুল জীবনযাপন নিশ্চিতে পোশাক, কসমেটিক এবং এ জাতীয় জিনিস চুরি করে। ফ্যাশন ও ব্রান্ডের প্রতি অতিপ্রীতিও নারীকে চুরিতে উদ্ধুদ্ধ করে। সূত্র : আরব নিউজ
বিডি প্রতিদিন/১৯ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা