ঝুঁকিপূর্ণ ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র ও উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য নতুন তহবিল চালু করেছে কমনওয়েলথ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মঙ্গলবার নিউইয়র্কে এই তহবিল উদ্বোধন করেন সংগঠনটির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড ও মৌরিশাসের প্রধানমন্ত্রী আনিরুদ জুগনাথ।
কমনওয়েলথেও ওয়েবসাইট সূত্রে জানা যায়, ‘দ্য কমনওয়েলখ ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকসেস হাব’ নামের তহবিলটিতে ২০২০ সাল নাগাদ বছরে ১০০ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্যারিস জলবায়ু চুক্তির কয়েক মাসের মাথায় নতুন এই তহবিল চালু করা হল। কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলোও (৫৩টি সাবেক ব্রিটিশ উপনিবেশ) অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে ওই চুক্তিতে সই করে।
বিডি প্রতিদিন/হিমেল