মেক্সিকোতে মাঝারি ধরণের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভুমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। তবে প্রাথমিকভাব এখন পর্যন্ত এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় রবিবার বিকেল ৫টা ৫৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মেক্সিকোর ছোয়াটলান থেকে ৯ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ৪৫.২কিলোমিটার গভীরে।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর,২০১৬/তাফসীর