ভারতের উড়িষ্যার মালকানগিরি জেলায় কমপক্ষে ২১ মাওবাদী নিহত হয়েছেন। সোমবার ভোরে অন্ধ্রপ্রদেশ ও ওড়িষ্যার পুলিশ মাওবাদী অধ্যুষিত এলকাটিতে এ যৌথ অভিযান চালালে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মাওবাদীদের কয়েকজন শীর্ষ নেতাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে মালকানগিরির ১০ কিলোমিটর ভিতরে গভীর জঙ্গলে মাওবাদীদের একটি গোপন ঘাঁটিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেসময় অন্তত ৫০ থেকে ৬০ জন মাও সদস্য বৈঠক করছিলেন। সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
জেলার পুলিশ সুপার রাহুল দেব শর্মা জানান, মাওবাদীদের বিরুদ্ধে যৌথভাবে এই অভিযান চালায় অন্ধ্রপ্রদেশ পুলিশের গ্রেহাউন্ড বাহিনী এবং উড়িষ্যা রাজ্য পুলিশের বিশেষ দল।
ঘটনাস্থল থেকে একে-৪৭, সেল্ফ লোডেড রাইফেলস (এসএলআর) সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
২০১৩ সালের সেপ্টেম্বর মালকানগিরি জেলার পোড়িয়াতে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের লড়াইয়ে ১৩ মাওবাদী নিহত হয়।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৬/ফারজানা