ইসরায়েলিদের আয়োজিত একটি উৎসবে যোগ দেয়ার চার ফিলিস্তিনি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ফিলিস্তিনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ইফরাতে ওই উৎসবের আয়োজন করা হয়েছিল।
ফিলিস্তিনের নাম প্রকাশে অনিচ্ছুক এক উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা রবিবার জানান, ফিলিস্তিনে অবৈধভাবে বসতি স্থাপনকারীদের (ইহুদি) সহযোগিতা করা আইন ভঙ্গের সমান। আটক হওয়া চারজন অনুষ্ঠানে যোগ দিয়ে শত্রুর সঙ্গে সহযোগিতা করেছেন।
ইফরাতের মেয়র ওদেদ রিভিভি ওই অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন। ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে তিনি তার অতিথিদের ছেড়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ইহুদিদের সঙ্গে এক কাপ কফি খাওয়াকেও অপরাধ হিসেবে বিবেচনা করে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এটা খুবই অদ্ভূত।
বিডি প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৬/ফারজানা