মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা হওয়ার পর থেকেই ব্যবসায় মন্দা যাচ্ছে ট্রাম্প পরিবারের।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প নারীদের নিয়ে বাজে কথা বলেছেন। আর সে কারণেই আমেরিকায় বিপুল ক্ষতির মুখে পড়ছে ট্রাম্পের কন্যা ইভাঙ্কার গয়না ও পোষাক বিপণির প্রতিষ্ঠান। বেশ কয়েকদিন ধরে নিজের প্রচার সভায় নারীদের নিয়ে আজেবাজে কথা বলছিলেন ট্রাম্প। এছাড়া বেশ কিছু পুরনো অডিও টেপ প্রকাশ পায়, যেখানে ট্রাম্প একাধিক নারীদের নিয়ে অশ্লীল কথাবার্তা বলছিলেন। এসব কথায় অস্বস্তিবোধ করছেন ইভাঙ্কা, এমনটি জানালেও শেষ পর্যন্ত তিনি বলেন, তিনি বিশ্বাস করেন না, তার বাবা এসব বলতে পারেন। এতেই রেগেছেন ইভাঙ্কার সংস্থার ক্রেতারা। শুরু হয়েছে একটি হ্যাশট্যাগ বয়কট ইভাঙ্কা ট্রাম্প।
ট্রাম্পের দোষে শেষ পর্যন্ত ইভাঙ্কাকে বয়কট করার মানে কী! যদিও মার্কিন ক্রেতারা বলছেন, ইভাঙ্কাকে রক্ষা করার জন্যই এই বয়কট। শেষ পর্যন্ত বানিজ্যে ক্ষতির মুখে পড়ে যদি ট্রাম্পের সমর্থন ছেড়ে ইভাঙ্কা বেরিয়ে আসেন, তাহলেই তার ভবিষ্যৎ ভাল হবে। একজন নারী হয়ে ট্রাম্পের পাশে তার থাকার কোন মানে হতে পারে না।
বিডি-প্রতিদিন/এ মজুমদার