সম্প্রতি ভারত-পাকিস্তানের উত্তেজনায় দুই দেশের সামরিক শক্তির তথ্য বেড়িয়ে আসছে গণমাধ্যমে। ভারতের অস্ত্রভাণ্ডারে থাকা একাধিক গুরুত্বপূর্ণ অস্ত্রের মধ্যে অন্যতম 'ব্রহ্মোস'। এই মিসাইলের ভয়েই আতঙ্কিত চীন কিংবা পাকিস্তানের মতো দেশ। এই ব্রহ্মোসের জন্যই ভারতের সঙ্গে লড়াই করতে ভয় পায় সবাই। জানুন সেই অস্ত্রের কিছু তথ্য-
১. শত্রুপক্ষের নির্দিষ্ট টার্গেটে একেবারে নিখুঁতভাবে আঘাত করার জন্য মোক্ষম অস্ত্র হল ব্রহ্মোস। যা ভারতের হাতে থাকা সবথেকে ক্ষমতাশালী ও মারাত্মক অস্ত্র।
২. অন্যান্য অস্ত্রের পাশাপাশি ভারতের অস্ত্রভাণ্ডারে যুক্ত হয়ে ব্রহ্মোস ভারতকে এক অদম্য ক্ষমতা দিয়েছে। যার ফলে একেবারে গোপন কোনে লুকিয়ে থাকা শত্রুঘাঁটিতেও আঘাত হানা সম্ভব।
৩. নিখুঁতভাবে আঘাত করার একটি অস্ত্র হল ব্রহ্মোস। যার রেঞ্জ ২৯০ কিলোমিটার।
৪. ভারতের ঘরে রয়েছে ১৬টি ব্রাহমোস মিসাইল। একটি ভেসেলে দুটি বা চারটি ব্রহ্মোস যেতে পারে।
৫. মাটি, সমুদ্র কিংবা আকাশ থেকেই ছোঁড়া যেতে পারে ব্রহ্মোস।
৬. ভারতে রয়েছে ব্রহ্মোসের তিনটি রেজিমেন্ট। সবগুলোতেই রয়েছে ব্রহ্মোসের ব্লক-৩ ভার্সান।
৭. এই মিসাইলের পলিসি হল ‘ফায়ার অ্যান্ড ফর্গেট’। যার জন্য একবার এই মিসাইল লঞ্চ করার পর আর কোন গাইডেন্সের প্রয়োজন হয় না। ঠিক লক্ষ্যে গিয়ে আঘাত হানতে পারে ব্রহ্মোস।
বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৬/হিমেল