যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে দুই শিশু সন্তানকে নিয়ে হাইওয়ে ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন এক বাবা। এ ঘটনায় ওই বাবার মৃত্যু হয়েছে। এছাড়া দুই সন্তান মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওই বাবা, দুই সন্তানের নাম এবং তাদের বয়স তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নির্জ জার্সি পুলিশের বরাত দিয়ে আজ মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় নিউ জার্সির একটি হাইওয়ে ব্রিজ থেকে ওয়ানেক নদীতে দুই সন্তানকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন ওই বাবা। এতে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। দুই সন্তানকে নদীর পাশ থেকে উদ্ধার করে স্থানীয় সেন্ট যোসেফ হাসপাতালে পাঠানো হয়েছে।
পারিবারিক কলহের জেরে আত্মহত্যার উদ্দেশে বাবা তার দুই সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/ ২৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম