ভারতের দিল্লিতে চাঁদনি চক এলাকায় বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
প্রাথমিকভাবে বিস্ফোরণের ধরন জানা যায়নি। তবে আতশবাজি তৈরির কারখানায় এ বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সন্ত্রাসী হামলার আশঙ্কায় দিল্লি পুলিশের স্পেশাল টিম ও এন্টি টেরোর উইয়ংস কর্মকর্তারা বিস্ফোরণ স্থলে পৌঁছেছেন।
বিডি প্রতিদিন/ ২৫ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম