বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫।
স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২১ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির সাগেইনজ বিভাগের কেলি শহর থেকে ৬৭ কিলোমিটার দক্ষিণে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১১০.১ কিলোমিটার গভীরে।
তবে, তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সতর্কতাও নেই।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/মাহবুব