সারা বিশ্বে নারীরা ব্যাপকভাবে যৌন হয়রানির শিকার হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বৈশ্বিক পার্লামেন্টারি গ্রুপ।
বিবিসি জানায়, ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ইউনিয়ন (আইপিইউ) সম্প্রতি তাদের বার্ষিক সভায় একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে এ তথ্য উঠে এসেছে।
জরিপে বিশ্বের বিভিন্ন দেশের মাত্র ৫৫ জন নারী সংসদ সদস্য অংশ নেন। তারপরও এটি সারা বিশ্বের পার্লামেন্টকে প্রতিনিধিত্ব করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জরিপে অংশ নেওয়া ৮০ ভাগ নারী এমপি মানসিক, যৌন হয়রানি ও সহিংসতার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যাদের মধ্যে ৬৫.৫ শতাংশ নারীই যৌন হয়রানির শিকার হয়েছেন।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/মাহবুব