কানাডায় ওনটারিওতে ৪৯ বছর বসয়ী এক নার্সের বিরুদ্ধে লোমহর্ষক হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার এলিজাবেথ ট্রেসি মেই ওয়েটলফার নামের ওই নার্সকে ৮ জনের হত্যার দায়ে অভিযুক্ত করে আদালত। খবর বিবিসির।
ওনটারিওর একটি বৃদ্ধাশ্রমে কাজ করতেন ওই নার্স। কর্মরত অবস্থায় ২০০৭ সাল থেকে ২০১৪ সালের মধ্যে একে একে ৮ জনকে তিনি ঠাণ্ডা মাথায় খুন করেন। এদের মধ্যে ৫ জন নারী এবং ৩ জন পুরুষ। নিহতদের প্রত্যেকের বয়স ৭৫ থেকে ৯৬ বছরের মধ্যে।
পুলিশ জানায়, নার্সের দায়িত্ব পালনকালে একজন বাদে প্রত্যেককেই অতিমাত্রায় অষুধ দিয়ে হত্যা করেন তিনি।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/মাহবুব