পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়ে নতুন করে তদন্ত শুরু হচ্ছে। কারণ সেই সময়ের আরও কিছু ইমেইলের সন্ধান পাওয়া গেছে। মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কোমি মার্কিন কংগ্রেসকে এক চিঠিতে এই তথ্য জানিয়েছেন।
তবে হিলারি ক্লিনটনের বিশ্বাস, নতুন তদন্তে আগের সিদ্ধান্তের কোনও পরিবর্তন হবে না।
দ্রুত তদন্ত করে ফলাফল আমেরিকান জনগণের সামনে তুলে ধরার জন্যও তিনি আহবান জানিয়েছেন।
২০১৫ সালে প্রথম অভিযোগটি উঠলেও, তখন তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি। এ কারণে হিলারির বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়নি। কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই এই বিষয়টিকে হিলারিকে কোণঠাসা করার অস্ত্র হিসাবে ব্যবহার করছেন তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরা।
প্রেসিডেন্ট পদের জন্য এটি একটি 'দায়িত্বহীন আচরণ' বলে দাবি করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি রয়েছে আর মাত্র এক সপ্তাহ। তার আগে এই তথ্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এ কারণে বেশ কিছু ভোট হিলারির হাতছাড়া হয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৬/ফারজানা