ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় পশ্চিম জাভা প্রদেশে বন্যার কারণে ছয় হাজারের বেশি লোক গৃহহীন হয়ে পড়েছে। মঙ্গলবার দুর্যোগ সংস্থা একথা জানায়।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো টেলিফোনে সিনহুয়াকে বলেন, সেখানে বন্যার কারণে প্রায় ছয় হাজার ঘরবাড়ি, ১২টি মসজিদ, চারটি শিক্ষা প্রতিষ্ঠান ও ১শ’ হেক্টরের বেশি ফসলি জমি তলিয়ে গেছে। এতে প্রায় ২০ হাজার লোক ক্ষতির শিকার হয়েছেন।
তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সরিয়ে নেয়া হচ্ছে। সেনা ও পুলিশ সদস্য, স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার দফতর এবং স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মীরা সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছেন।
বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ত্রাণ সরবরাহ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ১৫ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৫