দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে গতকাল সোমবার দেশবাসীকে পাশে থাকার আর্জি জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর একদিন পরে ছেলের ডাকে সাড়া দিয়ে ৯৫ বছর বয়সেও কষ্ট সহ্য করে লাইনে দাঁড়িয়ে পুরনো নোট বদল করে নতুন নোট নিলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন।
মঙ্গলবার সকালে হুইলচেয়ারে করে গান্ধীনগরে বাড়ির কাছেই ওরিয়েন্টাল ব্যাংকের (বেসরকারি) একটি শাখায় যান তিনি। সঙ্গে ছিলেন তার ভাই অশোক মোদি ও পরিবারের কয়েকজন সদস্য। ব্যাংকে গিয়ে ব্যাংকের একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে তাতে টিপসই দিয়ে লাইনে দাঁড়ান। বাতিল হয়ে যাওয়া কয়েকটি ৫০০ রুপির নোট দিয়ে তার বদলে পান ৪৫০০ রুপি নতুন নোট। হীরাবেনের উপস্থিতির খবর পেয়েই হাসপাতালে উপস্থিত হন সংবাদমাধ্যমের কর্মীরা। পরে একটি ২০০০ রুপির নতুন নোট পেয়ে হাসিমুখে সংবাদমাধ্যমের সামনে ছবির পোজও দেন হীরাবেন।
প্রধানমন্ত্রী হয়ে মোদি দিল্লি চলে এলেও গান্ধীনগরের পাশেই রইসান এলাকায় মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন মা হীরাবেন। প্রধানমন্ত্রীর মা হয়েও খবই সাধারণ জীবনযাপন করেন তিনি, যাতায়াত করেন পাবলিক পরিবহণে। গত ১৭ সেপ্টেম্বর নিজের ৬৬তম জন্মদিনে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছিলেন মোদি।
গত ৮ নভেম্বর মধ্যরাত থেকেই ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত নেয় ভারত সরকার। সরকারের সিদ্ধান্তে তোলপাড় পড়ে যায় গোটা দেশজুড়ে। এরপর সেই বাতিল নোট জমা দিতে ও নতুন নোট পেতে ব্যাংক ও এটিএমগুলিতে রোজই দীর্ঘ লাইন পড়ছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেককেই ফিরে আসতে হচ্ছে খালি হাতে। হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে ভারতে আসা বিদেশি পর্যটকেরাও। যদিও ৫০ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন মোদি।
বিডি-প্রতিদিন/ ১৫ নভেম্বর, ২০১৬/ সালাহ উদ্দিন/ আফরোজ